Header Ads

Header ADS

ক্যালকুলেটরের C & CE বাটনের কাজ || Calculetor C and CE button.

 ক্যালকুলেটরের C & CE বাটনের কাজ

আমরা আমাদের দৈনন্দিন কাজে ছোট বড় বিভিন্ন হিসাবের জন্য ক্যালকুলেটরের ব্যবহার করে থাকি । ক্যালকুলেটর ব্যবহারের সময় আমরা C এবং CE দুইটি বাটন দেখতে পাই ।
Calculetor
Picture : Calculetor

অনেক সময় আমরা এই C এবং CE বাটনে চাপ দিই । এই বাটন দুটিতে চাপ দিলে দেখি ইনপুট দেওয়া ডাটা মুছে যায় । তাহলে দুটি বাটন আলাদাভাবে কেনো থাকে ?
CE বাটনে চাপ দিলে শেষ ইনপুট দেওয়া ডাটা মুছে যায় । এবং
✅ C বাটনে চাপ দিলে সকল ইনপুট দেওয়া ডাটা মুছে যায় ।

🚫 বি.দ্র. : সায়েন্টিফিক ক্যালকুলেটরে CE  বাটনের বদলে AC বাটন থাকে ।

No comments

Theme images by borchee. Powered by Blogger.