সহজ ও সুন্দর paragraph "Our School Library"
Our School Library
গ্রন্থাগার একটি জ্ঞানের ভান্ডার । এটি মানুষের জ্ঞানের অতৃপ্ত তৃষ্ণাকে তৃপ্ত করতে সহায়তা করে । গ্রন্থাগার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ । আমাদের বিদ্যালয়ে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে । এটি একটা পৃথক ভবনে অবস্থিত । আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগারটি সুসজ্জিত । এতে তিনটি বড় বড় কক্ষ রয়েছে । অন্য কক্ষের আলমারীর মধ্যে বইগুলো সাজানো থাকে । আমাদের গ্রন্থাগারে প্রায় ৫,০০০ টি বই রয়েছে । সেগুলো আমাদের বিভিন্ন বিষয়ের সহায়ক বইয়ের অন্তর্ভুক্ত । আমাদের গ্রন্থাগারে ইতিহাস এবং সংস্কৃতির ওপরও কিছু দূর্লভ বই রয়েছে । শুধু শিক্ষার্থীরা গ্রন্থাগার থেকে বই পড়তে ও ধার নিতে পারে । এই জন্য তাদের গ্রন্থাগার কার্ড দেয়া হয়ে থাকে । একজন শিক্ষার্থী একসাথে দুইটা বা তিনটা বই নিতে পারে এবং এগুলো এক সপ্তাহের জন্য বাড়িতে নিয়ে রাখতে পারে । কিন্তু পাঠকক্ষে সে যত খুশী তত বই পড়তে পারে । এটি ছুটির দিন ছাড়া সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে । গ্রন্থাগারিক গ্রন্থাগারের এক কোণে বসে । একজন সহকর্মী যে শিক্ষার্থীদের বই খুঁজতে সাহায্য করে । সে তাদেরকে বই দেয় এবং তাদের থেকে পুনরায় গ্রহণ করে বইগুলো তাকে রাখে । গ্রন্থাগারিক ও তার সহকর্মী আমাদের সকলের সাথে ভালো আচরণ করে । আমাদের স্কুলের গ্রন্থাগারটি আমাদের নিকট বিরাট আকর্ষণ । সত্যিই আমরা আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য গর্বিত ।

No comments